কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ার মিরপুরে ডেভিল হান্ট অপারেশনে পৃথক দুটি অভিযানে এক ইউপি চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা ও ডিবি পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার আমলা ইউনিয়নের নয়নপুর এলাকা থেকে আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জহরুল হক (৬৪)-কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। অপর একটি অভিযানে শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম (৪৫)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারককৃতরা হলেন- জহুরুল হক কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নয়নপুর এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং নুরুল ইসলাম মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ।
পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে অভিযানে চালিয়ে নিজ বাড়ি থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি নাশকতার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
একই দিন দুপুরে ডিবি অভিযান চালিয়ে মিরপুর উপজেলা আমলা ইউনিয়নের নয়নপুর এলাকা থেকে জহুরুল ইসলাম নান্নুকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্ট’ কার্যক্রমের অংশ হিসেবে নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। একটি মামলায় তাঁকে সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে।
পরবর্তিতে নুরুল ইসলামকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।