মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, ছাতক প্রতিনিধি: ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার আসামি মো. রজব আলী (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। মো. রজব আলী নোয়ারাই ইউনিয়নের পুর্ব কুপিয়া গ্রামের মৃত মখলিছ আলীর পুত্র ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের ব্যাক্তিগত সহকারী মোশাহিদ আলীর ছোট ভাই। মো.রজব আলী নোয়ারাই ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
ছাতক থানার এসআই (নি:) মো:সিকান্দর আলী, এএসআই (নি:) বিশ্বজিত, এএসআই (নি:) নো.তোলা মিয়া, এএসআই (নি:) তাইজ উদ্দীন, এএসআই (নি:) সাইফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান (ডেভিল হান্ট) পরিচালনা করে তাকে গ্রেফতার করেছেন।
পুলিশ জানিয়েছে ছাতক থানার মামলা নং-১৫,তাং ১০. ০২. ২০২৫ খ্রি, ধারা-The Special Powers Act, 1974 Section 15 (3)/25-D এর সন্দিগ্ধ আসামী মো.রজব আলী।ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।