জাবেদ হোসাইন, হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে অজ্ঞাতনামা (২৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার ফতেয়াবাদ স্কুলমাঠ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয় পথচারীরা সড়কের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাউসার মোহাম্মদ হোসেন বলেন, অজ্ঞাতনামা যুবকের লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক আনিসুর রহমান হানিফ কতৃক প্রকাশিত ও নির্বাহী সম্পাদক আকতার হোসেন কতৃক পরিচালিত
আপনার প্রতিষ্ঠানের নিউজ ও বিজ্ঞাপন প্রকাশ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ০১৮৪৩-৯৩১৪৯৭
ই-মেইল : dainikamaderkhobor@gmail.com নিউজ: news.dainikamaderkhobor@gmail.com