মোঃ আবুল কালাম: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সাভির্সের ৪টি ইউনিট।
স্থানীয়রা জানান, ওই বাজারে একটি ঔষধের দোকান থেকে আগুনের সুত্রপাত। মুহুর্তে সেই আগুন গোটা বাজারে ছড়িয়ে পড়ে। সেই আগুনে পুড়ে যায় অন্তত ২৫টি দোকান।খবর পেয়ে ফায়ার সাভির্সের ৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।খবর পেয়ে স্থানীয় এমপি নুরুজ্জামান আহমেদ ঘটনাস্থলে ছুটে আসেন।
কালীগঞ্জের ইউএনও জহির ইমাম বলেন, স্থানীয় লোকজন ও ফায়ার সাভির্সের সহযোগিতায় ৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক আনিসুর রহমান হানিফ কতৃক প্রকাশিত ও নির্বাহী সম্পাদক আকতার হোসেন কতৃক পরিচালিত
আপনার প্রতিষ্ঠানের নিউজ ও বিজ্ঞাপন প্রকাশ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ০১৮৪৩-৯৩১৪৯৭
ই-মেইল : dainikamaderkhobor@gmail.com নিউজ: news.dainikamaderkhobor@gmail.com