নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা রইস উদ্দিনকে পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাঁশখালী উপজেলা শাখা।
(২৯ এপ্রিল ২০২৪) মঙ্গলবার বিকাল ৪টায় জলদী মিয়ার বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাঁশখালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা গেইট হয়ে উপজেলা পরিষদ সম্মুখে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাআতের বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা নেছার উদ্দিন মুনীরীর সভাপতিত্বে ও এডভোকেট মহিউদ্দিন চৌধুরীর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা মাওলানা রইস উদ্দিনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাঁশখালী উপজেলার মুখপাত্র অধ্যাপক মনিরুল ইসলাম আশরাফী, মাওলানা বশির আহমদ, এম রহিম সিরাজী, আব্দুল মালেক আশরাফি, মঈনুল ইসলাম ফরহাদ, মাওলানা আবু জাফর আশরাফী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ইব্রাহিম কাদেরি, মাওলানা আবু তাহের তৈয়্যবী, কাজী সুলতান আহমদ, মুকসুদ চিসতী, ফখরুদ্দিন, মো. আশেক এলাহী, শাহেদুল ইসলাম, আলী মতুর্জা, শামসুল আরফিন খালেদ, ইয়াসিন আরফাত শাকিল, খোরশেদ হাশেমী, তারেক আজিজ, আজিম বিন মালেক, নাঈম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, একজন আলেমের উপর এমন নৃশংস হামলা শুধু ব্যক্তি নয়, ইসলাম ও মানবতার উপর আঘাত। দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত না হলে আন্দোলন আরও বেগবান হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সম্পাদক ও প্রকাশক আনিসুর রহমান হানিফ কতৃক প্রকাশিত ও নির্বাহী সম্পাদক আকতার হোসেন কতৃক পরিচালিত
আপনার প্রতিষ্ঠানের নিউজ ও বিজ্ঞাপন প্রকাশ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ০১৮৪৩-৯৩১৪৯৭
ই-মেইল : dainikamaderkhobor@gmail.com নিউজ: news.dainikamaderkhobor@gmail.com