নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর জেলা প্রতিনিধিঃ আনন্দমুখর পরিবেশে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির ফরিদপুর জেলা শাখার-২০২৫-২৬ ইং সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।২৪ ফেব্রুয়ারী সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে আইনজীবী সহকারী সমিতি কার্যালয়ের তৃতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে নবায়নকৃত ৩৩৫ জন ভোটারদের মধ্যে ৩২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দ্বি-বার্ষিক নির্বাচনে তিনটি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। একজন ভোটার তিনটি পদের জন্য পাঁচটি ভোট প্রয়োগ করে। ব্যালট পেপারে কলম দিয়ে ক্রস (X) চিহ্নের মাধ্যমে পছন্দের প্রার্থীদের ভোটারা তাদের ভোট প্রদান করেন।
পরে ভোট গণনা শেষে সহ-সভাপতি পদে মোঃ আলমগীর হোসেন (বাচ্চু)২০০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম মোঃ আতাউল হক (চুন্নু) ১৪৫ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ হাবিবুর রহমান (হাবিব) ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান পেয়েছেন ১৫১ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ রুবেল ফকির ১৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সঞ্জিব কুমার সরকার ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এরআগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে বিজয়ী হয়েছেন মোঃ লুৎফর রহমান। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে মোঃ লিয়াকত হোসেন, কোষাধ্যক্ষ পদে মোঃ শাকির আল মাহমুন (মোহাম্মদ আলী), প্রচার সম্পাদক পদে মোঃ ফারুক হোসেন, দপ্তর সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মহসীন মোল্যা, অডিটর মোঃ মনির হোসেন, সদস্য পদে আঃ হালিম মিয়া, আলহাজ মোঃ হায়দার আলী, মোঃ শহীদ মিয়া, মোঃ হযরত আলী, মোঃ ছরোয়ার হোসেন, মোঃ রফিক সরদার ও মোঃ হারুন অর রশিদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন আইনজীবী সহকারী মোঃ মোমতাজ হোসেন খান, সহকারী নির্বাচন কমিশনার আইনজীবী সহকারী মিজানুর রহমান মুরাদ ও আইনজীবীিি সহকারী মোঃ রফিকুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক আনিসুর রহমান হানিফ কতৃক প্রকাশিত ও নির্বাহী সম্পাদক আকতার হোসেন কতৃক পরিচালিত
আপনার প্রতিষ্ঠানের নিউজ ও বিজ্ঞাপন প্রকাশ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ০১৮৪৩-৯৩১৪৯৭
ই-মেইল : dainikamaderkhobor@gmail.com নিউজ: news.dainikamaderkhobor@gmail.com