বাঁশখালী প্রতিনিধিঃ রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে কঠোর অবস্থানে রয়েছে বাঁশখালী উপজেলা প্রশাসন। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু ব্যবসায়ীরা যাতে সাধারণ জনগণের ভোগান্তি না বাড়াতে পারে, সেজন্য প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করছেন এবং দোকানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানোর নির্দেশ দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ (৭ মার্চ ২০২৫) বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার চাম্বল বাজারে সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে ৪ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মোট ২,৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে একই অপরাধ করলে কারাদণ্ড দেওয়া হবে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন উপজেলা আনসার বাহিনীর একটি বিশেষ টিম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে এই অভিযান অব্যাহত থাকবে, যাতে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং সাধারণ ক্রেতারা সঠিক দামে নিত্যপণ্য কিনতে পারেন।
স্থানীয় ভোক্তারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বাজারে নিয়মিত মনিটরিং বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, কঠোর ব্যবস্থা গ্রহণের ফলে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধ হবে এবং সাধারণ মানুষের জন্য রমজান মাসে ন্যায্যমূল্যে পণ্য পাওয়া সহজ হবে। আরও জানতে….