বাঁশখালী চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের বাঁশখালীতে বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে বাঁশখালীর সাধারণ ছাত্র জনতা ৫ দফা দাবি উত্থাপন করেন, যা জনদুর্ভোগ লাঘব এবং বিদ্যুৎ সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করবে বলে আশাবাদী স্হানীয়রা।
উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে, যানজট নিরসনের জন্য সড়কে অবস্থিত বৈদ্যুতিক খুঁটি দ্রুত সরানো। সঠিক বিদ্যুৎ বিলিং নিশ্চিত করা ও ভুল বিলিং রোধে কার্যকর ব্যবস্থা। পুরনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন সংস্কার। বর্ষাকালে দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান এবং নতুন বৈদ্যুতিক সংযোগ পেতে ঘুষ বন্ধ করে মিটার বানিজ্য বন্ধের দাবি তুলেন সাধারণ ছাত্র-জনতা।
বক্তারা প্রশাসনের কাছে দ্রুত এ দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়ে চট্রগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম রীশূ কুমার ঘোষ এর হাতে স্মারকলিপি প্রদান করেন। এসময় তিনি দাবী গুলো বাস্তবায়ন ও পল্লী বিদ্যুৎ বিষয়ক হয়রানি রোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার সকল সেবার জন্য তার দরজা সবসময় খোলা আছে বলে আশ্বাস দেন। যা জনস্বার্থ রক্ষায় স্থানীয় জনদুর্ভোগ কমানোর পাশাপাশি বিদ্যুৎ সেবার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করেন ছাত্র-জনতা।
মোহাম্মদ এমদাদ উল্লাহ এর সভাপতিত্বে স্মারকলিপি প্রদান শেষে ব্রিফিং এ বক্তব্য রাখেন,সাধারণ ছাত্র জনতা বাঁশখালীর আহ্বায়ক এ কে আর তালেব, সদস্য সচিব এইচ এম আব্বাস খানসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।