নিরঞ্জন মিত্র (নিরু),ফরিদপুর জেলা প্রতিনিধিঃ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম পিংকু ভূঁইয়া বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার অধীনে পরাপর তিনবার নির্বাচন হয়েছে আমরা কেউ ভোট দিতে পারিনি। তিনি গতকাল (৬ ডিসেম্বর) শুক্রবার ফরিদপুরের কানাইপুর বাজারে ৩১ দফা সম্বলিত রাষ্ট্র বিনির্মাণে সচেতনতামূলক আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় মাহবুবুল হাসান পিংকু ভূঁইয়া আরোও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও নতুন করে দেশ বিনির্মাণ করার জন্য দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন সহ সকলকে সচেতন থাকতে হবে।
আওয়ামী লীগের পাতা কোন ফাঁদে পা না দেবার জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি বজলু মোল্যার সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-কর্মসংস্থান সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল হক টুটুল, সাবেক সভাপতি শহীদ মেম্বার,কানাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ওসমান বেপারী, ইউনিয়ন বিএনপি’র সাবেক সেক্রেটারি সিদ্দিক মেম্বার, বাখুন্ডা ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নূরে আলম সিদ্দিকী কামাল প্রমুখ।