ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় পিতার গাড়ির নিচে চাপা পড়ে মাহিন (৫) নামের এক শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ২৬ এপ্রিল দিপুর ২ টারদিকে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, মাহিনের পিতা মুসা শেখ প্রতিদিনের ন্যায় খেক্কর গাড়ি নিয়ে সকালে বের হয়ে দুপুরে খাবার জন্য বাড়িতে আসে গাড়ির শব্দ শুনে মাহিন দৌড়ে বাবার কাছে যাওয়ার সময় পাশের বেড়ায় ধাক্কা লেগে খেক্কর গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃতু হয়। সন্তানের করুন মৃত্যুতে শোকে মুসা বারুদ্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইউ পি চেয়ারম্যান বলেন, মুসা প্রতিদিন সকালে গাড়ি নিয়ে বের হবার সময় তার ছেলে মাহিনসহ ঐ বাড়ির আরো বাচ্চারা মুসার গাড়িতে চড়ে রাস্তা এসে নামে আবার দুপুরে মুসা বাড়িতে আসার সময় ছেলের জন্য কিছু খাবার নিয়ে আসতো। মাহিন তার গাড়ির শব্দ শুনলেই দৌড়ে ছুটে আসতো। আজও মাহিন গাড়ির শব্দ শুনে বাবার কাছে ছুটে যাচ্ছিলো কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সে তার বাবার গাড়ির নিচে পড়েই তার প্রান গেলো। আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।