নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর জেলা প্রতিনিধিঃ নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ”’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে উলাশী সৃজনী সংঘ (উই) প্রকল্পের আয়োজিত নারীর ক্ষমাতায়নে গ্রাম ও মফস্বল অঞ্চলে বসবাসকারী নারীদের অংশগ্রহণে নারীর প্রতি সহিংসতা রোধে বর্ণাঢ্য র্যালী ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে এবং উলাশী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ এবং ট্রেডক্রাফট এক্সচেঞ্জের বাস্তবায়নকারী সংস্থা, (২০ মে) সোমবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রামখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নারীর প্রতি সহিংসতা রোধে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের সভাপতি সাগরী বেগম এর সভাপতিত্বে, ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈই, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আলতাফ হুসাইন, রামখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফেরদৌসী বেগম।
স্বাগত বক্তব্য রাখেন উই প্রকল্পের ফরিদপুর রিজিওনাল কো-অর্ডিনেটর (আরসি) মোঃ আজিমউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক নিরঞ্জন মিত্র নিরু, সদর উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রীনা বেগম সহ সদর উপজেলা সামাজিক নারী এসোসিয়েশনের সদস্যগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাসলিমা।
এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে নারী এসোসিয়েশনের উদ্যোগে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে গ্রামের প্রায় পাঁচ শতাধিক নারীর অংশগ্রহণে র্যালী করে গ্রামের বিভিন্ন ছোট বড়ো রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়।