নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর জেলা প্রতিনিধিঃ দুনীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামী শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে,( ৯ ডিসেম্বর) সোমবার সকাল ১০ টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
উদ্বোধন শেষে জেলা প্রশাসকরে কার্যালয়ের মেইন গেটের সামনে সড়কে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর তাদের নিজ নিজ ব্যানার হাতে মানববন্ধনে অংশ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করেন।
এরপরে ফরিদপুর জেলা প্রশাসন, জেলা দুর্নীতি দমন কমিশন, সচেতন নাগরিক কমিটি (সনাক), জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি’র যৌথ উদ্যোগে, সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি বিরোধী এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা দুর্নীতি দমন কমিশন উপ-পরিচালক রতন কুমার দাশ এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, পরিবার থেকে দুর্নীতি রোধে শিক্ষা গ্রহণ করতে হবে। দুর্নীতিকারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। প্রযুক্তির ব্যবহার দুর্নীতিরোধে বড় ভূমিকা রাখতে পারে। তিনি সচেতন নাগরিক কমিটি, ফরিদপুর আয়োজিত তথ্য মেলার কথা উল্লেখ করেন, তিনি সকল অফিসে সিটিজেন চার্টার রাখার কথা বলেন, তিনি আরও বলেন জাতীয় সংগীতকে হৃদয়ে ধারণ করলে দুর্নীতি অনেকাংশে কমবে। পাশাপাশি তিনি সকল সরকারি ও বেসরকারি দপ্তরকে সাথে নিয়ে ফরিদপুরকে একটি দুর্নীতি বিরোধী জেলা হিসেবে তৈরী করার জন্য জনগণকে ফরিদপুর জেলা প্রশাসনকে সহযোগিতার জোড় দাবী জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, জেলা দুনীতি কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ, সনাক এর সভাপতি অধ্যাপক শিপ্রা রায়, বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফএ)’র নির্বাহী পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির।
স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর জেলা দুনীতি কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দীদা সুরক্ষা সংস্থার প্রতিনিধি তাহিয়াতুল জান্নাত রেভী।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, দুদকের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, দুপ্রক প্রতিনিধিবৃন্দ, বেসরকারি এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, জনপ্রতিনিধি, নাগরিক মঞ্চ, সুশীল সমাজ প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংস্থা, ইয়ুথ সেচ্ছাসেবী, ছাত্র-ছাত্রী, সনাক, এসিজি, ইয়েস সদস্যবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।