আনিসুর রহমান : চট্টগ্রামের বাঁশখালীতে পূজা মণ্ডল পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় কালে সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের সহ সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন ধর্ম বর্ণ গোত্র ও গুষ্টির ভিত্তিতে জাতির বিভক্তি নয়। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় বাঁশখালী থানা কেন্দ্রীয় কালিবাড়ির দুর্গাপূজার পূজা মণ্ডল পরিদর্শন কালে তিনি এ মন্তব্য করেন। পরে তিনি শুভেচ্ছা বিনিময় এবং সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজখবর রাখেন।
দূর্গা পূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে আরও বলেন,ধর্ম বর্ণ গোত্র ও গুষ্টির ভিত্তিতে জাতির বিভক্তি নয়। বৈষম্যহীন ও ভেদাভেদহীন সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ জাতি চাই ।মুসলিমেরা যেমন এই দেশের নাগরিক, ঠিক তেমনি সনাতন ধর্মাবলম্বীরা এদেশের নাগরিক। মুসলমানদের ধর্ম পালনে যেমন এই দেশে বাধা আসে না ,ঠিক তেমনি সনাতন ধর্মাবলম্বীদের ধর্ম পালনও এই দেশে বাধা আসবে না। তবুও সমাজের চারপাশে দুষ্ট লোকের অভাব নেই ।তাই আমাদের সচেতন ও সজাগ থাকতে হবে, আমরা সর্বদা আপনাদের পাশে আছি। সুষ্ঠু ,সুন্দর পরিবেশ রক্ষার্থে যে কোন প্রয়োজনে আমরা সর্বদা আপনাদের পাশে আছি। তিনি আরো বলেন বিগত সময়ে আপনাদের সুখে-দুখে যেমন পাশে ছিলাম আগামী তো পাশে থাকব । আপনারা আমাদের পরিজন, আপনারা আমাদের ভাই যে কোন প্রয়োজনে সব সময় আমরা আপনাদের পাশে থাকতে পারলে গর্বিত হব।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাঁশখালী পৌরসভার আমির মাওলানা আবু তাহের, নায়েবে আমির সহকারী অধ্যাপক মাওলানা শহিদুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী ইমরান সহ আরো অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ।