সিনিয়র রিপোর্টার সুনামগঞ্জ:শাহ শাব্বির বাবু একজন সমাজ কর্মী এবং বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি সম্ভ্রান্ত পরিবারে একজন সন্তান দোয়ারাবাজার উপজেলা’র দোহালিয়া ইউনিয়নের পানাইল গ্রামের কৃতিসন্তান এবং সিলেট মহানগর জাতীয়তাবাদী যুবদলের সহসাংগঠনিক সম্পাদক।
রোববার দিনব্যাপী সমাজকর্মী শাহ সাব্বির বাবু দোয়ারাবাজার উপজেলার খেজাউড়া, দাড়িপাড়, তিলাইখালিসহ বিভিন্ন হাওরে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করেন। বিভিন্ন হাওরের কৃষকরা বলেছেন, প্রশাসন কিংবা জনপ্রতিনিধিরা আমাদের কাগজে কলমে নির্দেশনা দেন। আমরা তাঁর এমন উদ্যোগে আনন্দিত।
এ দিকে শাহ সাব্বির বাবু বিভিন্ন হাওর ঘুরে কৃষকদের ধান কাটা নিয়ে সংহতি প্রকাশ করে বলেন, আমরা কৃষিনির্ভর দেশের মানুষ, আর কৃষকরা হলেন আমাদের দেশের প্রাণশক্তি। কৃষকদের এমন উৎসবে উৎসাহ উদ্দীপনা’র অংশীদার হতেই আমি হাওরে ছুটে এসেছি।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন কৃষকদের বন্ধু। আমার দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বোরো কাটা মৌসুমে আমি এলাকায় ছুটে এসেছি। সাধ্য মত কৃষকদের পাশে দাঁড়িয়েছি। আমার দল বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের সব ধরণের প্রণোদনা এবং সহযোগিতায় এগিয়ে আসবো। আগামীতে দোহালিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে নির্বাচন করবো এবং আপনাদের সেবায় নিজেকে নিবেদিত রাখতে মাঠে কাজ করে যাব।