মোঃ আবু বকর, সিনিয়র রিপোর্টার সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শনিবার দিবাগত মধ্যরাতে ভয়াবহ কাল বৈশাখী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় বাড়িঘর বিধ্বস্তসহ সবকিছুই লণ্ডভণ্ড হয়েগেছে। প্রায় আধ-ঘণ্টাব্যাপী চলা এই ঘূর্ণিঝড়ে প্রচুর গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। এতে উপজেলা সদরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং উঠতি বোরো ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। মধ্যরাতে চারিদিকে সুরচিৎকার শোনা গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বসত ঘরের টিনের চালা উড়ে যাওয়ায় অনেকে খোলা আকাশের নীচে রাত কাটিয়েছেন।
সরজমিনে গিয়ে জানা গেছে, মধ্যে রাতে আকষ্মিক ঘূর্ণিঝড়ে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ ছনোগঁও গ্রামের কাজল মিয়া সরকারি খাস জমিতে কাঁচা একটি টিনের বাড়িঘর ভেঙ্গে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিপদে তারপাশ্বে দেখার কেহ নেই।দিনমজুর কাজল মিয়া বৃদ্ধ বয়সে এই ভাঙ্গা ঘরে এক ছেলে এক মেয়েকে নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
জানতে চাইলে অসহায় দিনমজুর কাজল মিয়া বলেন, এই বিপদে আমার পাশে কেহ নেই।কালবৈশাখী ঝড় তুফানে আমার থাকার ঘরবাড়ী ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে। বাড়িতে মেরামত করার মত টাকা আমার হাতে নেই।বৃদ্ধ বয়সে জীবিকার তাগিদে মানুষের বাড়িতে কাজ করে বাড়িটি মেরামত করব। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে খবর পাওয়া গেছে উপজেলার অন্তত ৩৫টি গ্রামে প্রচুর গাছ এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে এবং বসতঘর বিধ্বস্ত হয়েগেছে।এসব এলাকায় ঝড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চলে যায়। এতে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে উপজেলা সদরসহ আশপাশের এলাকা। ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাকাধান বোরো ফসলের।