সিনিয়র রিপোর্টার সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় দোয়ারাবাজার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমজীবী মানুষের অবদান ছাড়া উন্নয়ন সম্ভব নয়।” তারা আরও বলেন, ২০১৮ সাল থেকে বন্ধ থাকা ছাতক সিমেন্ট কোম্পানির কারণে দুই উপজেলার লক্ষাধিক মানুষ কর্মহীন হয়ে পড়েছে।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা সভাপতি আব্দুল হান্নান। যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম এবং শহর শাখার সভাপতি জসিম উদ্দীন।
সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নির্যাতন বন্ধ, সরকারি উদ্যোগ ও শ্রমজীবী মানুষের কল্যাণে বাস্তবধর্মী পদক্ষেপের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়, থানা, উপজেলা ভূমি অফিসসহ বিভিন্ন স্থানে পদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারাবাজার (সুনামগঞ্জ ৫) আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, এবং প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমতাজুল হাসান আবেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, সহ-সভাপতি শাহ আলম, উপজেলা উপদেষ্টা ডা. হারুন অর রশীদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াশিদ আলী, মাওলানা দেলোয়ার হোসাইন, ছাতক উপজেলা উপদেষ্টা ওবায়দুল হক শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।সব ধরনের সুবিধা থাকা সত্ত্বেও অজানা কারণে কোম্পানিটি এখনো বন্ধ রয়েছে। দ্রুত এটি চালুর দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানে দোয়ারাবাজার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।