নিরঞ্জন মিত্র নিরু: বাংলাদেশ সরকারের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আমাদের দেশের ছাত্রজনতা যে প্রত্যাশায় জুলাই- আগস্ট মাসে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন পরিবর্তন এনেছে। এখন সামাজিক সাম্য, ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।
তিনি বলেছেন, এ কথা অনস্বীকার্য যে, একটি ন্যায়ভিত্তিক শোষণমুক্ত সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই।
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে,(২৯ সেপ্টেম্বর) রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় শুভাগমন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিচারপতি।
প্রধান বিচারপতি, আমাদের সংবিধান ও আইনের চোখে সমতা ন্যায়বিচার, ন্যায়বিচারের অধিকার ও আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বারবার বলেছেন। তিনি, দেশের সকল স্তরে সামাজিক সাম্য, ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করার আহবান জানান। এসময় বিচারপতি, দেশের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন এবং ফরিদপুরের আইনজীবীদের দাবি-দাওয়া গুলো পূরণের চেষ্টা করবেন বলেও জানান।
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল কাদের মিয়ার সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ফরিদপুরের জেলা ও দায়রা জজ জিয়া হায়দার, জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল।
এছাড়াও বক্তব্য রাখেন এ্যাড. সুবল চন্দ্র সাহা, এ্যাড. মোঃ শাহজাহান, এ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছা, সাবেক পিপি এ্যাড. ওয়ালিয়ার রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ্যাড. জাহিদ ব্যাপারী। পরে আইনজীবী সমিতি ভবনের সামনে ফরিদপুরে জাস্টিস মোহাম্মদ ইব্রাহীম সড়কের শুভ উদ্বোধন করেন
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর আগে, সকালে প্রধান বিচারপতি বিচার প্রার্থীদের জন্য আদালত চত্বরে স্থাপন করা বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন এবং আদালত চত্বরে বকুল ফুলের গাছ রোপন করেন। পরে তিনি আদালতের বিভিন্ন এজলাস পরিদর্শন করেন।