ফিরোজ সরকার, দিনাজপুর জেলা প্রতিনিধি: “সুস্থ শিশু, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর পৌরসভায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৫ মার্চ ২০২৫, শনিবার আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক মোঃ রিয়াজ উদ্দিন, সিভিল সার্জন ডাঃ আসিফ ফেরদৌস, এবং পৌরসভার সচিব মোঃ মাহবুবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ ক্যাম্পেইনের মাধ্যমে দিনাজপুর পৌরসভার ৬-১১ মাস বয়সী ২,৯১৫ জন শিশু (নীল ক্যাপসুল) এবং ১২-৫৯ মাস বয়সী ১৯,৫৭৬ জন শিশু (লাল ক্যাপসুল)-কে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ক্যাম্পেইনের আওতায় মোট ১২৮টি কেন্দ্র, ৮টি রাত্রিকালীন কেন্দ্র এবং ৫টি বিশেষ টিম কাজ করবে। রাত্রিকালীন কেন্দ্রগুলো বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহের মধ্যে ১ নং ওয়ার্ড: লালবাগ ক্লাব, ৩ নং ওয়ার্ড: দিনাজপুর পৌরসভা কার্যালয়,৬ নং ওয়ার্ড: ফকিরপাড়া মসজিদের সামনে,৯ নং ওয়ার্ড: ফুলবাড়ী বাস স্ট্যান্ড,১১ নং ওয়ার্ড: রেলওয়ে স্টেশন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিটি শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অপুষ্টি, রাতকানা রোগ প্রতিরোধ এবং শিশুর স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।