জাবেদ হোসাইন,হাটহাজারী প্রতিনিধি: সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন জাগৃতি আয়োজিত এশিয়ান স্পেশালাইজড হসপিটালের পৃষ্ঠপোষকতায় ‘জাগৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’ উদ্বোধন হয়েছে।
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।
জাগৃতির সভাপতি মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, জাগৃতির সাবেক সভাপতি লোকমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম বাছিক, হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য মোঃ রাশেদ, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও কামাল পাড়া যুব সংঘের সভাপতি মোহাম্মদ ওসমান, জাগরণের আহ্বায়ক ও টুর্ণামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক আইয়ুব পাভেল, সচিব মোঃ ইমরুল মুনাফ রিসাদ, জাগৃতির সিনিয়র সদস্য প্রফেসর মোঃ জাহেদ ও কার্যকরী কমিটির সদস্য এবং টুর্নামেন্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ট্রফি ফাইটার্স ৪২ রানে ফ্রেন্ডস ইউনিটি সাতকানিয়া’কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।